বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা

Spread the love

একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবারও দুর্যোগের আশঙ্কা, রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি

আবারও দুর্যোগের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এর পাশাপাশি ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, মূলত নিম্নচাপ এবং জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েক দিন ধরে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব জেলায় আবহাওয়া থাকবে অস্থির। বিকেলের দিক থেকে আকাশ কালো করে আসতে পারে, সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত।

আবহাওয়াবিদদের মতে, এই সময় গ্রামীণ এবং উপকূলবর্তী অঞ্চলের মানুষজনকে বাইরে খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষিকাজ বা খোলা মাঠে কাজ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জেলাগুলোর প্রশাসনকে সতর্ক করা হয়েছে আগাম প্রস্তুতি নিতে। নদী তীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ঝোড়ো হাওয়ার কারণে কোন দুর্ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *