
ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা
ত্রিপুরা,বিক্রম কর্মকার:-
সঠিক সময়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া গেলে ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব! বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা!
দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসায় ইন্টারন্যাশানাল অঙ্কোলোজি কেয়ার ইন্সটিটিউটের (IOCI) এর ব্যবস্থাপনায় আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপি সংক্রান্ত অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন পর্বে অংশগ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, সঠিক সময়ে যদি ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় তাহলে ক্যান্সার আক্রান্ত রোগীকে বাঁচানো সম্ভব। বর্তমানে ত্রিপুরা স্বাস্থ্যব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন ত্রিপুরাতেই সব রোগের চিকিৎসা হচ্ছে। একসময় রোগীকে চিকিৎসার জন্য বহি:রাজ্যে গিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে হতো। আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু – দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। আরো দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য রোগী তৈরি হয়ে গেছে। যিনি কিডনি দিয়েছেন এবং যিনি কিডনি নিয়েছেন দুজনই খুব ভালো আছেন। সুতরাং, ত্রিপুরার স্বাস্থ্যব্যবস্থার আরো অনেক উন্নতি হবে বলে আশাব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।