বিলোনিয়ায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচিতে রাজ্যপালের অংশগ্রহণ

Spread the love

“বেটি বাঁচাও, বেটি পড়াও”

বিলোনিয়ায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচিতে রাজ্যপালের অংশগ্রহণ

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

ত্রিপুরার দক্ষিণ জেলার সদর শহর বিলোনিয়ায় অনুষ্ঠিত হলো “বেটি বাঁচাও, বেটি পড়াও” বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি। বুধবার সকালে শচীন দেববর্মন অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
দক্ষিণ জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজ্যপালকে উত্তরীয় ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি চারা গাছে জল সিঞ্চন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের পর একে একে বক্তব্য রাখেন জেলা শাসক হেমন্ত দেববর্মা, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া এবং ভারতের প্রথম জনজাতি নারী বাণিজ্যিক পাইলট ক্যাপ্টেন ববি আজমিরা। তাঁদের বক্তব্যের পর রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু কন্যাশিশুর সুরক্ষা ও শিক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষ কৃতিত্বের জন্য কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কারও তুলে দেন রাজ্যপাল। কর্মসূচির শেষ পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এইদিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিধায়িকা স্বপ্না মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *