এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন ?

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের আত্মহনন: মেরুপাড়ায় শোকের ছায়া, তদন্ত শুরু
নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা
ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সাব্রুম মহকুমার অন্তর্গত মেরুপাড়া বর্ডার আউটপোস্টে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।
মৃত জওয়ানের নাম উগ্রা রাম। তিনি বিএসএফের ১২১ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত একজন কনস্টেবল ছিলেন। উগ্রা রামের বাড়ি ভারতের রাজস্থান রাজ্যে। জানা গেছে, আজ তিনি ডিউটিতে থাকাকালীন হঠাৎ করেই নিজের সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে বিলোনিয়া কিংবা শান্তিরবাজার হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ও শ্রী নগর আউটপোস্টের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর বিএসএফের একটি দল ঘটনাস্থলে এসে ঘটনাটি তদন্ত করে দেখছেন।