প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিদের হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Spread the love

প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশিদের হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

রবিবার দুপুরে কৈলাসহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় ১০-১২ জন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে।
ঘটনাস্থলে শেষকৃত্যে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও শ্মশান বন্ধুরা বাংলাদেশিদের বাধা দেন। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ফিরে যেতে নির্দেশ দেন। কিন্তু উল্টে দুষ্কৃতীরা ইট-পাটকেল ও কাচের বোতল ছুঁড়ে বিএসএফ জওয়ান ও স্থানীয়দের উপর হামলা চালায়।
হঠাৎ এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিএসএফ-এর ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। প্রশাসনের হস্তক্ষেপে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, প্রায়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের অজুহাতে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এতে সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *