গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থদের

আসানসোলে ধুন্ধুমার! শুভেন্দুকে ‘গো ব্যাক’ স্লোগান! হঠাৎ কী হল?
বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর: শুক্রবার রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বিরোধী দল। সেই উপলক্ষে আসানসোল যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। স্থানীয়দের রোষানলের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে।
কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান
কলকাতা থেকে দুর্গাপুর হয়ে আসানসোল যাওয়ার পথে ১৯ নং জাতীয় সড়কের কাছে ভিড়িঙ্গী মোড়ের কাছে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ”, “জয় বাংলা” বলতেও শোনা যায়। অভিষেক রায় নামের এক যুবক বলেন,”আমি একজন সাধারণ নাগরিক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার কটু কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতে ছোট ছোট বাচ্চারা কি শিখছে? এই ধরনের কুরুচিকর মন্তব্য দলেরও ভাবমূর্তি নষ্ট করে। এরই প্রতিবাদে আমরা বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিলাম।”
‘বিজেপির ছেলেরাই শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো’ ?
এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “ভালো লাগলো বিজেপির ছেলেরাই শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো। যারা গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করছিল আজ তাঁরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোটো হাতে নিয়ে জয়জয়কার করছে। এ এক অন্যন্য দৃশ্য। খোঁজ লাগাতে হবে।”