
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-
বালুরঘাট পৌরসভা উদ্যোগে শহরের ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শনে এলেন রাজ্য সরকার অধীনস্থ সংস্থা সুডা (SUDA)-র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই দলে নেতৃত্ব দেন সুডা’র ডিরেক্টর। তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, বিপুল কান্তি ঘোষ, অনজ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকরা।
এদিন ভাগাড়ে পৌরসভার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা ও তার বাস্তবায়ন ঘিরে নানা দিক খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি। পাশাপাশি শহরের স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন, যা বালুরঘাট জেলা হাসপাতালে চলছে সেটিও পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে প্রতিনিধি দল সূত্রে ইঙ্গিত মেলে, ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক। শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্প এবং তার যথাযথ রূপায়নে সুডা ও পৌরসভার যৌথ প্রচেষ্টার গুরুত্ব অনেক, বলেই মনে করছেন পৌরসভার আধিকারিকরা।