জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু হলো হিলি ব্লকের সমস্ত পঞ্চায়েতে

জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু, কী থাকছে প্যাকেটে?
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি নিয়েছিল শাসক শিবির। সেই মতো, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল, ধলপাড়া, বিনসিরা, জামালপুর হিলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হল। মূলত, রেশন দোকানদের সহায়তায় এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়।
পরিবার কিছু একটি করে প্যাকেট প্রদান
শুক্রবার সকাল থেকে হিলি ব্লকের বিভিন্ন স্থান থেকে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি,পঞ্চায়েত প্রধান ও কর্মচারী ও রেশন দোকানের প্রতিনিধিগণ। পরিবার কিছু একটি করে প্যাকেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি রেশন কার্ড ও নাম নথিভুক্ত করে রাখা হচ্ছে।
বিস্তীর্ণ এলাকায় প্রসাদ বিতরণ
প্রসাদ বিতরণ করা হয় পানজুল গ্রাম পঞ্চায়েতের নফর, মন্ডপপাড়া, ফতেপুর, উত্তর আগ্রা, আগ্রা কালিতলা, ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপাড়া, লস্করপুর, ধলপাড়া, কালিকাপুর, পাওয়ার হাউস এবং বিনশিরা গ্রাম পঞ্চায়েতের নওপাড়া, মোস্তফাপুর, তিওর এই সমস্ত এলাকা গুলিতে। এছাড়াও প্রসাদ পৌঁছে গিয়েছে
জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই ও লকমা সংসদে এবং
হিলি গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর, পাটনিপাড়া, আপতোর, ১৪ হাত, অঞ্চল মোড়, ধরনদা, পূর্ব রায়নগর এলাকায়।
প্রসাদের প্যাকেটে সন্দেশ এবং গজা
জগন্নাথ দেবের প্রসাদের প্যাকেটে থাকছে একটি সন্দেশ ও একটি গজা। এই প্রসাদ বিতরণ কর্মসূচি চলবে আগামী ৩০ শে জুন পর্যন্ত।