
ত্রিপুরাসুন্দরী মন্দিরে সৌন্দর্যায়ন কাজ প্রায় শেষ পর্যায়ে, মুখ্যমন্ত্রীর পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা
কেন্দ্রীয় সরকারের প্রসাদ (PRASAD) প্রকল্পের আওতায় একান্ন শক্তিপীঠের অন্যতম মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে চলছে জোরকদমে পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের কাজ। বর্তমানে এই প্রকল্পের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা নিজে মাতাবাড়িতে গিয়ে চলমান নির্মাণ কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো ও সৌন্দর্যায়নের কাজ এখন কার্যত শেষ পর্যায়ে। শিগগিরই পূর্ণ রূপে এটি দর্শনার্থী ও ভক্তদের জন্য উন্মুক্ত হবে।”

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, “আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে।” এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রশাসনিক আধিকারিক কিরণ গিত্তে সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে মন্দির প্রাঙ্গণ আরও আকর্ষণীয় রূপ পাবে এবং পর্যটনের দিক থেকেও ত্রিপুরা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
