কেমন আছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার তথা ধর্মনগরের দাপুটে বিধায়ক বিশ্ববন্ধু সেন ?

Spread the love

কেমন আছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার তথা ধর্মনগরের দাপুটে বিধায়ক বিশ্ববন্ধু সেন? বহিরাজ্যের হাসপাতাল থেকে চলে এলো বড়ো আপডেট

কেমন আছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার তথা ধর্মনগরের দাপুটে বিধায়ক বিশ্ববন্ধু সেন? বহিরাজ্যের হাসপাতাল থেকে চলে এলো বড়ো আপডেট!

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা:

রাজ্যবাসীর দীর্ঘ উদ্বেগের অবসান। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের স্বাস্থ্য নিয়ে বেঙ্গালুরু থেকে এল বড়সড় ইতিবাচক খবর। তিনি এখন ভেন্টিলেশন মুক্ত, চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বুধবার বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই (Aster CMI) হাসপাতাল কর্তৃপক্ষ এক অফিসিয়াল বুলেটিন প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার এই উল্লেখযোগ্য উন্নতির কথা জানিয়েছে।

সপাতালের ডিরেক্টর-গ্লোবাল সেন্টার ফর এক্সিলেন্স নিউরোসায়েন্সেস এবং প্রধান নিউরোসার্জন ডঃ রবি গোপাল ভার্মার স্বাক্ষর করা বুলেটিন অনুযায়ী, ৭২ বছর বয়সী বিশ্ববন্ধু সেনকে যখন ত্রিপুরা থেকে বেঙ্গালুরুতে আনা হয়, তখন তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। ত্রিপুরায় তাঁর মস্তিষ্কের গভীরে গুরুতর রক্তক্ষরণের (Thalamocapsular bleed) কারণে চাপ কমানোর জন্য একটি অস্ত্রোপচার (Decompressive craniotomy) হয়েছিল।বেঙ্গালুরুতে আনার পর সিটি স্ক্যানে ধরা পড়ে যে, তাঁর মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে (হাইড্রোসেফালাস) চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ কমানোর জন্যই জরুরি ভিত্তিতে আরও একটি অস্ত্রোপচার (EVD placement) করা হয়।

বুলেটিনে জানানো হয়েছে, চিকিৎসার পর তাঁকে ধীরে ধীরে ভেন্টিলেটর থেকে বের করে আনা হয়েছে এবং বর্তমানে তিনি সাধারণ বাতাসেই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন (breathing on room air)। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মস্তিষ্কের চাপও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে অষ্টম দিনে তাঁর EVD পরিবর্তন করা হয়েছে। বিশিষ্ট নিউরোসার্জন ডঃ রবি গোপাল ভার্মার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। অধ্যক্ষের এই আরোগ্যের খবরে রাজ্যের রাজনৈতিক মহল থেকে শুরু করে ধর্মনগরেও স্বস্তি ফিরেছে তাঁর অনুগামীদের মধ্যে। সকলেই তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *