BLO-র কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার দাবিতে স্মারকলিপি হিলি প্রশাসনের কাছে

Spread the love

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিয়োগের খবর সামনে আসতেই তীব্র আপত্তি জানালেন শিক্ষক মহল। মঙ্গলবার হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্তের কাছে স্মারকলিপি জমা দেন জেলার দুই প্রধান শিক্ষক সংগঠনের সদস্যরা—সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।

প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার দাবিতে স্মারকলিপি হিলি প্রশাসনের কাছে

BLO-র কাজে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ না করার দাবিতে স্মারকলিপি হিলি প্রশাসনের কাছে

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে নিয়োগের খবর সামনে আসতেই তীব্র আপত্তি জানালেন শিক্ষক মহল। মঙ্গলবার হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার ও হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্তের কাছে স্মারকলিপি জমা দেন জেলার দুই প্রধান শিক্ষক সংগঠনের সদস্যরা—সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।

শিক্ষকদের দাবি, BLO-র কাজের দায়িত্ব গ্রহণ করলে বিদ্যালয়ে পাঠদানে ব্যাঘাত ঘটবে। কারণ, অধিকাংশ স্কুলেই শিক্ষক সংখ্যা মাত্র দুই বা তিন। এর ফলে একজন শিক্ষক BLO-র কাজে নিযুক্ত হলে বাকি শিক্ষক বা প্রধান শিক্ষককে একাই পুরো বিদ্যালয় চালাতে হবে, যা কার্যত অসম্ভব।

তাঁরা জানান, বর্তমানে বহু বিদ্যালয়েই ছাত্র-শিক্ষক অনুপাত যথাযথ নয়। এই পরিস্থিতিতে আরও শিক্ষকের অনুপস্থিতি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট করবে। শিক্ষকদের অভিযোগ, সরকারি প্রশাসন বারবার তাদের BLO-র মতো প্রশাসনিক কাজে নিযুক্ত করায় পঠনপাঠনের পাশাপাশি বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এমনকি ছুটির দিনেও BLO সংক্রান্ত কাজের জন্য শিক্ষকদের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষিতেই দুই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে, যেন প্রাথমিক শিক্ষকদের BLO-র কাজে নিয়োগ না করা হয় এবং শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে তাঁদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়।

এ বিষয়ে হিলি অবর বিদ্যালয় পরিদর্শক সুমন সেনগুপ্ত সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *