চোরাচালানের ছক ভেস্তে দিল খোয়াই থানার পুলিশ, উদ্ধার ১৯ বস্তা কাপড়

Spread the love

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা

রবিবার গভীর রাতে চোরাচালান রুখে বড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। রাত প্রায় ১টার সময় খোয়াই নদীর দশমী ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত রাখা ১৯ বস্তা কাপড় উদ্ধার করা হয়েছে। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, বিএসএফ ১০৪ ব্যাটালিয়ন থেকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসডিপিও খোয়াই ডঃ রমেশ চৌধুরী যাদব।

তিনি বলেন, কাপড়গুলো সন্দেহজনকভাবে নদীঘাট এলাকায় মজুত রাখা হয়েছিল এবং এগুলো চোরাচালানের উদ্দেশ্যেই ব্যবহার হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাজেয়াপ্ত করা কাপড়ের বাজারমূল্য বিপুল পরিমাণ বলে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ওসি কৃষ্ণধন সরকার আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গভীর রাতে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই খোয়াই শহর ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *