বিস্ময়বালক অয়নের বিশ্বজয়! আড়াই মিনিটে ১৯৫ দেশের নাম-রাজধানী বলে ইন্টারন্যাশনাল রেকর্ড বুকে খোয়াইয়ের খুদে

Spread the love

মেধা আর একাগ্রতা থাকলে বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করল খোয়াইয়ের পাঁচ বছরের বিস্ময়বালক অয়ন দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা:

মেধা আর একাগ্রতা থাকলে বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করল খোয়াইয়ের পাঁচ বছরের বিস্ময়বালক অয়ন দেবনাথ। মাত্র ২ মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের ১৯৫টি দেশ ও তাদের রাজধানীর নাম গড়গড় করে বলে দিয়ে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’-এ নিজের নাম তুলে নিল সে।

খোয়াইয়ের পূর্ব চেবরীর তাঁতিপাড়ার এই খুদে জিনিয়াসের সাফল্যে এখন আনন্দের জোয়ারে ভাসছে গোটা রাজ্য। শিক্ষক প্রণোজিত দেবনাথ এবং তনুশ্রী দেবনাথের একমাত্র পুত্র অয়নের বয়স মাত্র পাঁচ বছর আট মাস। এই বয়সেই সে যে অসাধ্য সাধন করেছে, তা অনেক প্রাপ্তবয়স্কের কাছেও কল্পনাতীত। তার এই অবিশ্বাস্য প্রতিভার স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষ তাকে একটি মেডেল এবং শংসাপত্র পাঠিয়েছে, যা মঙ্গলবার পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাড়িতে এসে পৌঁছায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অয়নের এই সাফল্য নতুন নয়। এর আগেও, যখন তার বয়স ছিল মাত্র দুই বছর চার মাস, তখন সে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’-এ নাম তুলে জাতীয় স্তরে নজির গড়েছিল। ছেলের এই বিশ্বজয়ে আপ্লুত এবং গর্বিত অয়নের বাবা-মা, দাদু-ঠাকুমা সহ পরিবারের সকলেই। অয়নের বাবা প্রণোজিত দেবনাথ জানান, “আমরা ওর প্রতিভাকে লালন করার চেষ্টা করেছি মাত্র। এই সাফল্য ওর নিজেরই একাগ্রতা ও চেষ্টার ফল।” অয়নের এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের আগামী প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *