
উদয়পুরের ভাঙ্গারপাড়ে এক যুবতীকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে প্রকাশ্য দিবালোকে চুল কেটে নির্যাতন করার নারকীয় ঘটনায় অবশেষে তিন অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, ত্রিপুরা:
উদয়পুরের ভাঙ্গারপাড়ে এক যুবতীকে ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে প্রকাশ্য দিবালোকে চুল কেটে নির্যাতন করার নারকীয় ঘটনায় অবশেষে তিন অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মঞ্জু রানী দাস, গোকুল রানী দাস এবং হাসিমা ভানু। সোমবার তাঁদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।

রবিবার উদয়পুরের ভাঙ্গারপাড় এলাকায় পূর্ণিমা ঘোষ নামে এক যুবতীকে প্রকাশ্যে অকথ্য অত্যাচার করে এই তিন মহিলা সহ আরও কয়েকজন। তাঁকে ‘চরিত্রহীন’ বলে অপবাদ দিয়ে জোর করে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। এই বর্বর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং ছিঃ ছিঃ রব ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার রাতেই আর. কে. পুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। এরপরই সোমবার সকালে তিন মূল অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়। গোমতী জেলার এসপি কিরণ কুমার জানিয়েছেন, এই তিন মহিলা কাদের নির্দেশে বা প্ররোচনায় এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নেপথ্যের মূল ‘কুশীলব’দের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।