র’ অফিসার সেজে শিক্ষিক্ষার সাথে প্রতারণা, অবশেষে শ্রীঘরে প্রতারক

Spread the love

‘র’ অফিসার পরিচয় দিয়ে শিক্ষিকার সাথে প্রতারণা, প্রণয়ের জালে ফাঁসিয়ে ধর্ষণ, শিক্ষিকার টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছিল প্রতারক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ঠাঁই শ্রীঘরে।

শিক্ষিক্ষার সাথে প্রতারণা, অবশেষে শ্রীঘরে প্রতারক

‘র’ অফিসার সেজে শিক্ষিক্ষার সাথে প্রতারণা, অবশেষে শ্রীঘরে প্রতারক

বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর :
‘র’ অফিসার পরিচয় দিয়ে শিক্ষিকার সাথে প্রতারণা, প্রণয়ের জালে ফাঁসিয়ে ধর্ষণ, শিক্ষিকার টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছিল প্রতারক। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ঠাঁই শ্রীঘরে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ধৃতের নাম অভিষেক মুখোপাধ্যায়, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা।

আগ্নেয়াস্ত্র সহ জাল নথি উদ্ধার

ধৃতের কাছ থেকে একটি এয়ার গান সহ বহু জাল নথিপত্র ও জাল আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সেনা জওয়ানের পরিচয় দিয়ে প্রতারণা

মঙ্গলবার ধৃতকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা। তিনি বলেন, “অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায় নিজেকে কখনো সেনা জওয়ান, কখনো এনআইএ’র কর্মী, কখনো প্রতিরক্ষা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দিত। কয়েক মাস আগে একটি ডেটিং ওয়েবসাইটে দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার এক শিক্ষিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়ায় অভিযুক্ত। নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেয় ওই শিক্ষিকার সাথে।” এরপরে ওই শিক্ষিকার বাড়িতে আসা যাওয়া শুরু করে সে। এমনকি বিয়ের প্রস্তাবও দেয় শিক্ষিকাকে। কিন্তু ওই যুবকের কথাবার্তা ও কাজকর্মে সন্দেহ হওয়ায় শিক্ষিকার মা-বাবা বিয়ের প্রস্তাবে রাজি হননি।

প্রাতারকের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন শিক্ষকা

মা-বাবার কথাকে পাত্তা না দিয়েই ধৃতের সাথে রেজিস্ট্রি করে ফেলেন ওই শিক্ষিকা। এমনকি স্বল্প পরিচয়ে ওই শিক্ষিকার কাছ থেকে রাশি রাশি টাকা হাতিয়ে নেয় সে। বেশ কিছুদিন পর ওই শিক্ষিকার সন্দেহ হওয়ায় খোঁজখবর শুরু করেন তিনি। জানতে পারেন ওই যুবকের পরিচয় আদতে ভুয়ো। মাথায় বজ্রাঘাত পড়ে শিক্ষিকার। এরপর ওই শিক্ষিকার বাবা-মা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন এবং ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে। বেগতিক বুঝে দুর্গাপুরের একটি হোটেলে গা ঢাকা দেয় সে।

অবশেষে গ্রেপ্তার প্রতারক

সোমবার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ধৃতকে থানায় ডেকে পাঠায়। থানায় এসেও নিজেকে কখনো সেনাবাহিনী, কখনো গোয়েন্দা বিভাগের কর্মী হিসেবে পরিচয় দেয় সে। প্রয়োজনীয় নথিপত্র ও পরিচয়পত্র দেখতে চাওয়া হলে যদিও সে দেখাতে পারেনি। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৩ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত এক গাড়ির চালকের কথা জানতে পারে পুলিশ। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

এর আগেও ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রেও নিজেকে সরকারি অফিসার পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে টাকা হাতিয়ে গা ঢাকা দিত সে। এরপর নতুন শিকারের সন্ধানে ঘুরে বেড়াত। আদতে ধৃত শুধুমাত্র প্রতারক নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্যে জড়িত তা জানতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *