১৯ জুন অনুষ্ঠিত হতে চলেছে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ভোটের আগে নির্বাচনী উত্তাপ ক্রমেই চড়ছে। সোমবার ছিল প্রচারের শেষ দিন, আর সেই দিনেই পলাশীতে বিজেপির ‘নারী সম্মান যাত্রা’-য় অংশ নিতে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু

কালিগঞ্জে উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ
১৯ জুন অনুষ্ঠিত হতে চলেছে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ভোটের আগে নির্বাচনী উত্তাপ ক্রমেই চড়ছে। সোমবার ছিল প্রচারের শেষ দিন, আর সেই দিনেই পলাশীতে বিজেপির ‘নারী সম্মান যাত্রা’-য় অংশ নিতে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপি প্রার্থী আসিস ঘোষের সমর্থনে আয়োজিত এই পদযাত্রায় কয়েকশো কর্মী-সমর্থকও যোগ দেন। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, “আমি সব জায়গায় যাব। আমাকে কেউ আটকাতে পারবে না—না মোথাবাড়ি, না সামশেরগঞ্জ, না ধুলিয়ান। যেখানে হিন্দুদের উপর অত্যাচার চলবে, খুন হবে, সেখানেই আমি যাব। সংবিধানের অধিকার বুঝে নেব।”
এই পদযাত্রাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। একদিকে বিজেপি শেষ বেলার প্রচারে নামিয়েছে তাদের হেভিওয়েট নেতাদের, অন্যদিকে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ নিজের এলাকায় মাটি কামড়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।
যদিও বিরোধীদের সেভাবে মাঠে দেখা যায়নি আগে, শেষ দুই দিনে শুভেন্দু-সহ একাধিক নেতা প্রচারে নামায় কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চোখে পড়ছে।
২৩ জুন প্রকাশিত হবে ফলাফল। এখন দেখার, এই উপনির্বাচনে শেষ হাসি কে হাসে—বিজেপি না তৃণমূল?