ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেস এর প্রথম স্টপেজ কে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে। মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয়েছেন শতাধিক মানুষ। রবিবার থেকে হামসফর এক্সপ্রেস এর শুভযাত্রা
রানাঘাট কৃষ্ণনগর হয়ে ফের চালু হলো উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেন।

দীর্ঘ ছয় দশক পর অপেক্ষার অবসান
যোগাযোগ স্থাপন নদীয়ার সঙ্গে উত্তরবঙ্গের
চাকা গড়াল উত্তরবঙ্গগামি ‘হামসফরএক্সপ্রেস’ এর
রানাঘাট-কৃষ্ণনগর হয়ে ফের চালু হল উত্তরবঙ্গগামী এক্সপ্রেস ট্রেনের। ডাউন জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসাফার এক্সপ্রেসের প্রথম স্টপেজকে কেন্দ্র করে ভিড় রানাঘাট স্টেশনে। মধ্যরাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জড়ো হয় শতাধিক মানুষ। রবিবার থেকে হামসফর এক্সপ্রেসের শুভযাত্রা শুরুর শুভ লগ্নে রানাঘাট স্টেশনে ফুলের মালা, ফুলের তোরা ও ভারতীয় তেরঙ্গা পতাকা দিয়ে সংবর্ধনা জানালেন হাম সফর ট্রেনের চালককে।
প্রায় ৬৪ বছর পর আবার উত্তরবঙ্গের সঙ্গে নদীয়ার সরাসরি হামসফর এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ শুরু হল । নতুন করে শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেস ভায়া রানাঘাট কৃষ্ণনগর হয়ে জলপাইগুড়ি স্টেশনে যাবে এই ট্রেনটি।
অন্যদিকে এই ট্রেনটির অপেক্ষায় ছিলেন নদীয়ার মানুষজন। এখন থেকে এই ট্রেনের সুবিধা পেতে চলেছে নিত্যযাত্রীরা। কম খরচে এবার উত্তরবঙ্গে সরাসরি যেতে পারবে যাত্রীরা।