
ত্রিপুরা,বিক্রম কর্মকার:-
গুজরাতের আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা!
বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদে ২৪০ জন যাত্রীকে নিয়ে ভেঙ্গে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা। সবাই এই দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনা গ্রস্থ বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। এই মর্মান্তিক দুর্ঘটনায় ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সমস্ত কর্মসূচিও বাতিল করা হয়েছে। গুজরাটে বিমান দুর্ঘটনায় দুই পরিবারের আর কেউ বেঁচে নেই। একটি ভারতীয় বংশোদ্ভুত সৈয়দ ইনায়েত আলীর পরিবার । আরেকটি হলো রাজস্থানের চিকিৎসক ড. কমির পরিবার।
সৈয়দ ইনায়েত আলীর তার পরিবারের ৮ জন সদস্যকে নিয়ে ঈদ-উল-আযহায় ভারতে এসেছিলেন। লন্ডনে ফেরার যাত্রাই তার পরিবারের চিরতরে শেষ যাত্রা হয়ে গেল। বিমান দুর্ঘটনায় তার পরিবারের ৮ জন সদস্যই মারা যান, লন্ডনে আর ফেরা হলো না। অন্যদিকে, রাজস্থানের চিকিৎসক ড. কমি রাজস্থানের চাকরি ছেড়ে নতুন জীবনের আশায় সপরিবারে লন্ডনে যাচ্ছিলেন নতুন বসতি স্থাপনের জন্য। কিন্তু লন্ডনে আর যাওয়া হলো না বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার পরিবারের সকলের। নতুন জীবনের আশায় সবই শেষ বিমান দুর্ঘটনায়। জীবন বড়ই অনিশ্চিত! দুজন ব্রিটিশ যাত্রী ভারত থেকে লন্ডনে তাদের বাড়িতে যাওয়ার আনন্দে ভিডিও করছিলেন। গুডবাই ইন্ডিয়া বলে ভিডিও আপলোড করেন তারা। তারা জানতো না আর কিছুসময়ের মধ্যে তাদের সবকিছু শেষ হয়ে যাবে। গুজরাতের আহমেদাবাদ বিমান দূর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়েন এয়ার ইন্ডিয়ার মণিপুরের কেবিন ক্রু নগানন্থোই এর পরিবার। শোকাগ্রস্থ গোটা সংবাদ মাধ্যমও