মানবিক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

হাট ব্যবসায়ীদের জন্য ‘বড় উপহার’! বিধায়কের উদ্যোগে খুশি ব্যবসায়ীরা
বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর :
শীত, গ্রীষ্ম, বর্ষা বারোমাস খোলা আকাশের নীচে নিত্যদিন শাক সবজির পসরা সাজিয়ে হাটে কেনাবেচা করেন ব্যবসায়ীরা। না আছে মাথার উপর ছাদ, না কোনো স্থায়ী দোকানের আস্তানা। ফলে প্রখর রোদে তেতে, বর্ষায় বৃষ্টিতে ভিজতে ভিজতেই কেনাবেচা করতেন ব্যবসায়ীরা। এহেন পরিস্থিতিতে হাট ব্যবসায়ীদের অসুবিধে ও সমস্যার কথা মাথায় রেখে তাদের পাশে এসে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
২০০ ব্যবসায়ীর হাতে তুলে দিলেন ছাতা
বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা হাটে প্রায় ২০০ ব্যবসায়ীর হাতে বড় ছাউনির ছাতা তুলে দিলেন তিনি। এই ছাতার নিচে যেমন শাকসবজি বেচাকেনা যাবে, তেমনই বৃষ্টির জল থেকেও বাঁচবেন ব্যবসায়ীরা।
ছাতা পেয়ে খুশি ব্যবসায়ী
স্বভাবতই, এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়িকরা অত্যন্ত খুশি। হাট ব্যবসায়ী গোসাই কর্মকার, সেখ ইসরাইলরা বলেন, “বর্ষায় যখন তখন বৃষ্টি নামে, খুব সমস্যায় পড়তে হয়। ছাতা পাওয়াই সেই সমস্যা অনেকটাই কমবে।” বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় হাটের ব্যবসায়ীদের অসুবিধে কথা মাথায় রেখেই এই উদ্যোগ। পান্ডবেশ্বরের ছ’টি অঞ্চলে সবকটি হাটের ব্যবসায়ীদেরই বড় ছাউনির ছাতা উপহার দেওয়া হবে। এদিন লাউদোহা হাটে দেওয়া হল, এর আগে হরিপুর ও কেন্দ্রা হাটে দেওয়া হয়েছে । আগামী কয়েকদিনের মধ্যেই বাকি হাটগুলিতেও ছাতা বিতরণ করা হবে।”