প্রতিবাদের মাধ্যম, পথনাটিকা।
ধর্ষণের বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ , প্রতিবাদে মুখর তৃণমূল ছাত্র পরিষদ

প্রতিবাদের মাধ্যম পথনাটিকা
ধর্ষণের বিরুদ্ধে অভিনব পন্থায় প্রতিবাদ
প্রতিবাদে মুখর তৃণমূল ছাত্র পরিষদ
বিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর :
গত ২৬ শে মে বিহারে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে পথনাটিকার মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে নৃত্য, গীত ও আবৃত্তি সহযোগে পথনাটিকার মাধ্যমে বিহারের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। তৃণমূল নেতা শুভজ্যোতি মজুমদার জানান,
“বিহারের ন’বছরের শিশুকে ধর্ষণের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে ওই শিশুটির গলার নলি ও পেট কেটে দেওয়া হয়। এরপর যখন আশঙ্কাজনকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পাঁচ ঘন্টারও বেশি সময় তাঁকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয়। ফলে তার মৃত্যু হয়।” এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “এখন বুদ্ধিজীবী মানুষরা কোথায় গেলেন? পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলেই রাষ্ট্রপতি শাসন জারির কথা যারা বলে বেড়ান এবং কথায় কথায় মহিলা কমিশন ছুটে আসে, তারা বিহার ইউপির মতন বিজেপি শাসিত রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, যেখানে ২৬ শে মে এর পরও তিন তিনটা ধর্ষণের মতো ঘটনা ঘটে গেল, তারপরেও এরা নিরুত্তর নিশ্চুপ কেন?” তিনি এর তীব্র ধিক্কার জানান।