ফের সাফল্য নানুর থানার পুলিশের

নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকা কে উদ্ধার করলো নানুর থানার পুলিশ
শুভদীপ গুঁই; নানুর:-
ফের সাফল্য নানুর থানার পুলিশের, নানুরের গ্ৰামে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকা কে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো নাবালিকা কে।
পুলিশ সূত্রে জানা গেছে, নানুরের বনগ্ৰামের বছর পনেরোর নবম শ্রেণীর এক নাবালিকা বুধবার নিখোঁজ হয়ে যায়,পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও না পেলে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরেই সংশ্লিষ্ট থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় খোঁজার পর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ ওই নাবালিকা কে উদ্ধার করে। তাঁকে উদ্ধার করার পর মেয়েটি কি ভাবে এসেছে পুলিশ জানতে চাইলে ওই নাবালিকা বলেন, ফেসবুক একটি ছেলের সঙ্গে পরিচয় হওয়ার পর তার সাথে দেখা করার জন্যই বাড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে চলে আসি ছেলেটির দেওয়া ঠিকানা সেখানে এসে কারও দেখা না পাওয়ায় শহরের কোন কিছু চিনতে না পেরে বিভিন্ন দিকে ঘোরাফেরা করে তার অপেক্ষা করতে থাকি।
সেখান থেকে পুলিশ ওই নাবালিকা কে উদ্ধার করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ওই নাবালিকা মেয়েটিকে নানুর থানায় নিয়ে এসে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী রা।