ডিভিসির জল ছাড়ায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি খানাকুল-সহ বিস্তীর্ণ এলাকায়

Spread the love

লাগাতার টানা বৃষ্টিপাত এবং ডিভিসির জল ছাড়ার ফলে জলের স্তর বেড়ে যাওয়ায় রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যার আশঙ্কা, সতর্কতা জারি খানাকুল-সহ বিস্তীর্ণ এলাকায়

ডিভিসির জল ছাড়ায় বন্যার আশঙ্কা, সতর্কতা জারি খানাকুল-সহ বিস্তীর্ণ এলাকায়

লাগাতার টানা বৃষ্টিপাত এবং ডিভিসির জল ছাড়ার ফলে জলের স্তর বেড়ে যাওয়ায় রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হুগলি জেলার খানাকুল অঞ্চলে ভয়াবহ বন্যার পূর্বাভাস মিলছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানাচ্ছেন স্থানীয় প্রশাসন।

ডিভিসি (Damodar Valley Corporation) সূত্রে জানা গিয়েছে, মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে প্রায় ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এর প্রভাবে নিচু এলাকাগুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই নদী সংলগ্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে—যাতে সবাই সজাগ থাকেন, সতর্ক থাকেন এবং নদী বা জলাশয় সংলগ্ন এলাকায় বিশেষ নজর রাখেন। পরিস্থিতির দিকে নজর রাখতে তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা দলও।

স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ, যদি জলস্তর হঠাৎ বেড়ে যায়, তবে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যবস্থা নিন। প্রশাসনের নির্দেশ ও পরামর্শ মেনে চলাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।

বন্যার সম্ভাব্য প্রভাব এড়াতে স্কুল, কৃষিজমি ও বসতি অঞ্চলেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরিস্থিতির নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নাগরিকদের উদ্দেশে বার্তা একটাই—সচেতন থাকুন, সতর্ক থাকুন, এবং প্রশাসনের পাশে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *