ডাকাতির ছক বানচাল করে পুলিশের হাতে গ্রেফতার ৫

কীর্ণাহার থানার পুলিশের বড় সাফল্য!
বানচাল করল ডাকাতির ছক
পুলিশের জালে ৫ ডাকাত
শুভদীপ গুঁই, কীর্ণাহার: ডাকাতির ছক বানচাল করল কীর্ণাহার থানার পুলিশ।ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার পাঁচ ডাকাত। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গভীর রাতে কীর্ণাহার থানার পুলিশ দাসকল গ্ৰাম রেলগেটের কাছে ৬নং জাতীয় সড়কের কীর্ণাহার-ফুটিসাঁকো রাস্তা থেকে ওই ডাকাত দলটিকে গ্রেফতার করে। যদিও ওই দলের সাথে থাকা আরো ৫-৬ জন পালাতক।
উদ্ধার একাধিক ধারালো অস্ত্র
ধৃতদের কাছে থেকে ডাকাতি করা জন্য লাঠি, রড, পাইপ, দড়ি, ভোজালি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ধৃতদের কীর্ণাহার থানা থেকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশ আদালতের কাছে ওই ডাকাত দলের পাঁচ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে
ধৃতরা হলেন বছর ২৪এর সেখ কাঞ্চন, বছর ২২এর রাহুল সেখ, বছর ২৪এর কারণ বেদ, বছর ২২এর সুরিয়া বেদ, বছর ২৫এর গোপী চন বেদ। এদের মধ্যে দুই জন লাভপুর থানা এলাকার ও তিন জন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।