অনির্দিষ্টকালের জন্য বাসবন্ধের প্রভাব আরামবাগ তারকেশ্বর শহর জুড়ে

Spread the love

অটো-টোটোর দৌরাত্ম, রাস্তায় নামবে না ৪৫০টি বাস, অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক ,নাজেহালে হাজার হাজার যাত্রী

অটো-টোটোর দৌরাত্ম

রাস্তায় নামবে না ৪৫০টি বাস

অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক

নাজেহালে হাজার হাজার যাত্রী

রাস্তায় বাস চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, অটো-টোটোর দৌরাত্ম। তারাই অধিকাংশ রাস্তা দখল করেছে। যাত্রী কম হচ্ছে বাসে। এমনই একাধিক অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে হুগলির বাস মালিক সংগঠন। আর এতে যে হাজার হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হবে তা বলা বাহুল্য।

আপনাদের জানিয়ে রাখি, জেলার বৃহত্তম বাসস্ট্যান্ড তারকেশ্বর বাসস্ট্যান্ড। সেই বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ১০০ টি লোকাল বাস ও ২৫০টি এক্সপ্রেস বাস পরিষেবা দেয়। মোট ১২টি জেলায় যাতায়াত করে এই বাসগুলি। হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বাস বন্ধ থাকার ফলে শুধুমাত্র হুগলি জেলা নয়, রাজ্যের প্রায় ১২টি জেলায় এর প্রভাব পড়তে চলছে।

এদিকে আবার লোকাল বাস সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংঠনও। ফলে, সোমবার হুগলি জেলা জুড়ে বন্ধ থাকবে প্রায় সাড়ে চার’শ বাস পরিষেবা। রাস্তায় নামবে না একটিও লোকাল এবং এক্সপ্রেস বাস। তবে মঙ্গলবার থেকে দূর পাল্লার বাসগুলি স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানা গিয়েছে।

ঠিক কী কারণে হুগলির বাস সংগঠনের এমন সিদ্ধান্ত? কী অভিযোগ করছে বাস মালিকেরা? তাদের অভিযোগ, হুগলি জেলার রাস্তায় অবৈধভাবে চলছে অটো, টোটো। বারবার প্রশাসনকে জানিও কোন সুরাহা মেলেনি। সেগুলি নিয়ন্ত্রণের দাবিতেই সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধমর্ঘটের ডাক দিয়েছে তারা। এখন দেখার বাস মালিকদের এই সিদ্ধান্ত থেকে কতক্ষণের সুরাহা পায় বাস যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *